শিরোনাম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপিএনএফএল) ২ হাজার ৫০০ কোটি টাকার ‘সুকুক’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরিয়াহ অ্যাডভাইজারি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজারি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘ইজারাহ’ পদ্ধতিতে সুকুক ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়।
এই বিশেষ সুকুকটি একটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার গ্রামীণ উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই তহবিল ব্যবহার করা হবে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণ এবং হাট বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন।
আইআরআইডিপিএনএফএল প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় সামাজিক ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এসব সুফলের মধ্যে রয়েছে কৃষি ও অ-কৃষি অর্থনীতির সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি, পরিবহন ব্যয় ও সময়ের হ্রাস।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে।