বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

কুমিল্লা রামমালা গ্রন্থাগার ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: বাসস

কুমিল্লা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত এই গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রামমালা গ্রন্থাগার দেশের সংস্কৃতি ও মননচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। 

একটি ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডার হিসেবে এর মূল্যবান সম্পদ সংরক্ষণ জরুরি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘রামমালা গ্রন্থাগারে যে সব পাণ্ডুলিপি, বই ও দলিল রয়েছে, সেগুলো আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সাক্ষ্য। এগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই ডিজিটাল আর্কাইভ ও আধুনিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হবে, যাতে দ্রুত ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা যায়।’

তিনি আরও বলেন, ‘গ্রন্থাগারের সঙ্গে থাকা ছোট মিউজিয়ামে অতি প্রাচীন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলো সুরক্ষায় বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি ও প্রদর্শনের আধুনিক ব্যবস্থা চালু করা উচিত।’

এর আগে তথ্য উপদেষ্টা কুমিল্লা নগরের জাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য নকশা ও বাস্তবায়ন সময়সূচি সম্পর্কে তথ্য নেন।

পরিদর্শনকালে তথ্য উপদেষ্টা বলেন, তথ্য ও প্রযুক্তি বিনিময়ের আধুনিক সুবিধাসম্পন্ন এই কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ হবে এবং কুমিল্লা অঞ্চলের তথ্যভিত্তিক উদ্যোগ ও কার্যক্রমে গতি বাড়বে।

এ সময় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।