বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৬:৫০

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি: পিআইডি

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে আজ মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।  

এ সময় উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান। 

এ সময় পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়। 

উল্লেখ্য, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। 

 খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের করাচী বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। 

এতে সময় ও খরচ বৃদ্ধি পেতো। 

পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দু'দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গলসহ খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।