বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৯:১৫
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২১:০৪

শাহজালালে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিভেছে: ফায়ার সার্ভিস

ছবি: বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন আজ বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ কথা জানান।

তিনি  বলেন, আজ রোববার ২৩টি ইউনিট সকাল থেকে নিয়োজিত ছিল। বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি বলেন, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই জানা যাবে।

তিনি আরও বলেন, ভবনটি বিভিন্ন ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করা ছিল। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়েছে। 

দমকলকর্মীরা জানিয়েছেন, কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বিলম্বের পেছনে প্রবল বাতাসও একটি বড় কারণ ছিল। আগুন নেভানোর জন্য মোট ৩৭টি ইউনিট, দুটি বিমান বাহিনীর ইউনিট, রোবোটিক এয়ারগান এবং এসকেলেটরসহ আধুনিক অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। আনসার বাহিনীর কমপক্ষে ২৫ জন সদস্য আহত হয়েছেন এবং তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর, ঢাকার উত্তরা এলাকায় নিরাপত্তা জোরদারে ৫০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এদিকে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সারাদেশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি যোগ দেয়। 

এর আগে শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ২টা ৫০ মিনিটে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছায় বিমানবন্দর ফায়ার স্টেশনসহ বিমানবন্দরের কার্গো এলাকায় আশপাশের ৫টি ইউনিট। পর্যায়ক্রমে ফায়ার স্টেশনের ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এরপর ১৩টি ফায়ার স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, আর্মড পুলিশ ব্যটালিয়ন ও পুলিশ উদ্ধার তৎপরতায় যোগ দেয়।