বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

বিমানবন্দরে আগুনের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ স্টেশনের ৩৭ ইউনিট

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। ছবি: বাসস

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ স্টেশনের ৩৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো কনটেইনারের আমদানি কার্গো শাখায় আগুন লাগার খবর পাওয়া যায়। 

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

১৩টি স্টেশন থেকে ইউনিটগুলো যোগ দিয়ে কাজ করে যাচ্ছে।