শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো মালামাল এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।