বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭:৫২

মিরপুরে অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মিরপুর এলাকার শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টাকে মিরপুরের মর্মান্তিক অগ্নিকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

গতকাল মঙ্গলবার রোমে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন। অধ্যাপক ড. ইউনূস খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অনুষ্ঠান বিশ্ব খাদ্য ফোরামে (ডব্লিউএফএফ) যোগদানের জন্য ইতালি সফরে গিয়েছিলেন।

অধ্যাপক ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।

বাংলাদেশে এর আগেও রাসায়নিক কারখানায় এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে উল্লেখ করে শফিকুল বলেন, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এটি লক্ষ করা গেছে যে— কিছু লোক অবৈধভাবে এই ধরনের কারখানা স্থাপন করেছে।

রোমে দুই দিনের সফর শেষ করে প্রধান উপদেষ্টা আজ সকালে দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল সকাল ১১ টা ৪০ মিনেটের দিকে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে এবং পরে তা আনোয়ার ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরি এবং শাহ আলম কেমিক্যাল গুদামে ছড়িয়ে পড়ে।

পরে দমকলকর্মীরা পোশাক কারখানার প্রথম ও দ্বিতীয় তলা থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আরো আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ আজ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মারাত্মক এ অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।

এসময় তিনি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে রাসায়নিক গুদামগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তরের ওপর জোর দেন।

গতকাল রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি ভয়াবহ অগ্নিকাণ্ড রোধে অবৈধ রাসায়নিক গুদাম স্থাপনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অবৈধ রাসায়নিক গুদাম স্থাপনের বিরুদ্ধে আওয়াজ তুলুন।

এফএসসিডি ডিজি সবাইকে এ ধরনের অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদের জন্য প্রশাসন বা ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিরপুরের রাসায়নিক গুদামে আগুন পুরোপুরি নেভাতে আরো দুই থেকে তিন দিন সময় লাগবে, গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের একটি রাসায়নিক বিশেষজ্ঞ দল আজ রাসায়নিক গুদাম পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তারা বাসস কে এ তথ্য জানান।

প্রতিরক্ষামূলক অগ্নিনির্বাপক পোশাক পরে দলটি ধোঁয়ার উৎস শনাক্ত করতে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য গুদামে প্রবেশ করে।

এছাড়াও, ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান আজ বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আগুন লাগার সময় ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদামটি তালাবদ্ধ থাকায় কেউ সেখানে ছিল না বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আগুন লাগার সময় রাসায়নিক গুদামটি তালাবদ্ধ ছিল। তাই, আমাদের ধারণা- ডিপোর ভেতরে কেউ ছিল না। তবে, গুদামে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর সবকিছু জানা যাবে। এজন্য আরো অনেক সময় প্রয়োজন।