বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ২৩:০৮

গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন

প্রতীকী ছবি

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন দীর্ঘ তদন্ত শেষে উদ্‌ঘাটিত তথ্য এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘আনফোল্ডিং দ্যা ট্রুথ’।

এই প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে গুম কারা করতো, কীভাবে করত, গুমের পর নিখোঁজদের কোথায় এবং কীভাবে আটকে রাখা হতো, তাদের পরিণতি কী হতো এবং কারা কারা এই কাজে সরাসরি জড়িত ছিল।

এসব প্রশ্নের প্রমাণসহ উত্তর খুঁজে পাওয়া যাবে এই প্রামাণ্যচিত্রে। যা ফ্যাসিস্টের সত্য লুকানোর সব অপচেষ্টাকে প্রতিহত করবে। তথ্য- প্রমাণের ভিত্তিতে গোপন আটক কেন্দ্র উন্মোচন, ধ্বংস বা লুকিয়ে রাখা প্রমাণ উদ্ধার করাসহ গুমের পুরো চক্রটিকে প্রকাশ্যে নিয়ে এসেছে গুম কমিশন।

আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশে কখনো কেউ গুম হয় নাই’ এই বক্তব্যের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শাসন একটি অস্বীকারের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই প্রমাণ্যচিত্রটি ফ্যাসিস্টদের সত্য গোপন করার প্রচেষ্টাকে উন্মোচিত করবে এবং এই অনুসন্ধানগুলো আদালতে একটি অকাট্য প্রমাণ হিসেবে টিকে থাকবে।