বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬

জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে

প্রতীকী ছবি। পেক্সেলস

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ৬৬৭.১১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সরকার জুলাই-আগস্ট সময়ে ৪৮৮.৭৯ মিলিয়ন ডলার আসল এবং ১৭৮.৩২ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে। অপরদিকে গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময়ে যথাক্রমে ৪১৫.৬২ মিলিয়ন ডলার আসল এবং ১৭৩.৬০ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়।

এদিকে, উন্নয়ন অংশীদাররা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ৭৫০.০৬ মিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৪৫৮.২৪ মিলিয়ন ডলার। 

এই সময়ে সরকার প্রায় ২৪৩.৮১ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০.১৬ মিলিয়ন ডলার।