বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১

সর্বসাধারণের শ্রদ্ধা শেষে কুষ্টিয়ার পথে ফরিদা পারভীনের মরদেহ

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রসিদ্ধ লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় শিল্পীর মরদেহ শহীদ মিনারে রাখা হলে বৃষ্টি উপেক্ষা করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী কলাকুশলী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফরিদা পারভীনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান।

পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিশিষ্ট এ শিল্পীর মরদেহ নিয়ে কুষ্টিয়ার পথে রওনা দেন পরিবারের সদস্যরা।

শনিবার রাত ১০টা ১৫মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন।