বাসস
  ১০ আগস্ট ২০২৫, ১৭:৪১
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৮:১০

জাতীয় সংসদ নির্বাচন ফেয়ার ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম রোববার সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব ২০২৪’র বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। ছবি : বাসস

সাভার, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম শ্রমিকদের উদ্দেশ্য করে বলেছেন, শ্রমিকরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করছেন, শহীদ হয়েছেন।

আজ সাভারের খাগানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪- এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

এসময় শফিকুল আলম আরো বলেন, শ্রমিকরা মানুষের অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছে, রাজতন্ত্রের বিরুদ্ধে রক্ত দিয়েছে, আমরা সেই রাজতন্ত্রের দাস-দাসী ছিলাম, আজ আমরা সেটা থেকে মুক্তি পেয়েছি। 

আপনারা নিজেদের ভোট নিজেদের পছন্দের প্রার্থীকে দিবেন, যারা শহীদদের আন্দোলনের সঙ্গে একাত্ম ছিল তাদেরকে ভোট দিবেন।

তিনি বলেন, শহীদরা তাদের শেষ রক্ত বিন্দু দিয়েছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, অনেকেই বলে যে আমাদে কাজ স্লো হচ্ছে, ঠিক মতো হচ্ছে না। আমরা বলবো, ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করা দরকার আমরা ততোটুকুই করছি।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ হওয়া দুই শিক্ষার্থীর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন তিনি। 

এসময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ, বিশিষ্ট অ্যাকটিভিস্ট ও জুলাই যোদ্ধা আবু সাদিক কায়েমসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।