বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৮

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল 

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: বাসস

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ ( বাসস): লেখক, মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে বরেণ্য এ রাজনীতিবিদকে দেখতে যান বিএনপি মহাসচিব। 

বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে হাসপাতালে দেখতে যান।

তিনি বদরুদ্দীনের পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। 

তিনি জানান যে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।