শিরোনাম
চট্টগ্রাম, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে আসে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীই নিরাপদে রয়েছেন। পরবর্তীতে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি-১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বুঝে দ্রুত ফিরে এসে সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণ করান পাইলট।
প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, সব যাত্রী নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফেরত আসে। পরে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ স্থানান্তর করা হয়। ফ্লাইটটি সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।