শিরোনাম
ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): সরকার জি-টু-জি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
উপর্যুক্ত পরিমাণ গম ২০০৬ সালের সরকারি ক্রয় আইনের ধারা ৬৮ (১) ও ২০০৮ সালের সরকারি ক্রয় বিধিমালার ধারা ৭৬ (২) অনুসারে সংগ্রহ করা হবে।