বাসস
  ২১ জুলাই ২০২৫, ২০:২৬

রক্তদাতাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে বিমান বাহিনীর সমন্বয় সেল

ছবি : বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার সুবিধার্থে রক্তদাতাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে বিমান বাহিনীর পক্ষ থেকে সমন্বয় সেল খোলা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, 'বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের পাঠাতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে একটি সার্বক্ষণিক জরুরি সেল খোলা হয়েছে।

এই সেলের মোবাইল-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপ) নাম্বারে যোগাযোগের জন্য রক্তদাতাদের অনুরোধ করা হয়েছে।