শিরোনাম
ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল।
ইইউ প্রতিনিধিদল আজ এক শোকবার্তায় বলেছে, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনায় নিহত, তাদের পরিবারবর্গ এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘আমাদের হৃদয় শোকাহত- আমরা নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’