বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৬:৪৯
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭:৫৫

ওএমএসের মাধ্যমে আলু বাজারজাতকরণের চেষ্টা চলছে : কৃষি উপদেষ্টা

সোমবার কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: পিআইডি

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, কৃষকরা এবার অনেক আলু উৎপাদন করেছে। যদি তারা প্রকৃত দাম না পায় তাহলে হয়তো বা আগামীতে উৎসাহ হারিয়ে ফেলবে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত আলু ওএমএসের মাধ্যমে বাজারজাতকরণের চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এবার পেঁয়াজেরও বেশ ভালো ফলন হয়েছে যার কারণে আমদানি না করেও আমরা মোটামুটি ভালো দামে পেঁয়াজ কিনতে পারছি।’ 

তিনি জানান, আমাদের অনেক সংকট রয়েছে তারপরও আমরা কৃষকের  উৎপাদিত কাঁচা সবজি যেমন মূলা টমেটো ফুলকপি সংরক্ষণের জন্য ১০০টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করতেছি।  ভবিষ্যতের সারাদেশে এভাবে আরও কোলেস্টোরেজ নির্মাণ করা হবে।

কৃষি উপদেষ্টা বলেন, অতীতের সরকার কৃষকের যন্ত্রপাতি ক্রয়ের নামে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করেছে। সেগুলো আমরা অনুসন্ধানের জন্য কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছি।

উপদেষ্টা বলেন, এবার সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত দেশে সারের কোনো সংকট হবে না। এছাড়া আর আমদানির ক্ষেত্রে যে সমস্ত বকেয়া ছিল সেগুলো পরিশোধ করা হয়েছে।