শিরোনাম
ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
আজ রাতে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ আগস্ট তারিখে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারভুক্ত আসামি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।