শিরোনাম
ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): জ্বালানি সহযোগিতা নিয়ে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রৌমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
বুধবার এক বার্তায় দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার কুয়েত সিটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।
গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে একটি যৌথ উদ্যোগে বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।