শিরোনাম
ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক আকাশসীমা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ টরন্টো, লন্ডন এবং রোম অভিমুখী ফ্লাইটের জন্য সংশোধিত ঢাকা ত্যাগের সময়সূচি ঘোষণা করেছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা জানিয়েছে, ফ্লাইটের নতুন সময়সূচি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং সকল যাত্রীদের আপডেট করা সময় অনুসারে চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-টরন্টো (ইএ৩০৫/৩০৬) ফ্লাইটের আপডেট করা ফ্লাইটের সময়সূচি - ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় পূর্ববর্তী সময় ভোর ৩:৪৫ থেকে পরিবর্তন করে ভোর ৩টা করা হয়েছে।
ঢাকা-লন্ডন (ইএ২০১/২০২) ফ্লাইট - ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়সূচি সকাল ৭:৪০ টার পরিবর্তে সকাল ৭ টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। শুধু বৃহস্পতিবার, ঢাকা-লন্ডন ফ্লাইট এখন সকাল ৮:৫০ টার পরিবর্তে সকাল ৮:১০ টায় ছাড়বে।
ঢাকা-রোম (ইএ৩৫৫/৩৫৬) ফ্লাইট - ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় পূর্বের সময় ১১:৩০ টার পরিবর্তে সকাল ১০:৪৫ টায় নির্ধারণ করা হয়েছে।