বাসস
  ১০ মে ২০২৫, ১৯:৫১

প্রধান উপদেষ্টার কাছে ৪৬টি নিরীক্ষা প্রতিবেদন পেশ করলেন মহাহিসাবরক্ষক

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নিরীক্ষা প্রতিবেদন পেশ করেছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম। ছবি: পিআইডি

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৪৬টি নিরীক্ষা প্রতিবেদন পেশ করেছেন দেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার কাছে এসব প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, এসব প্রতিবেদনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিরীক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।