বাসস
  ০৭ মে ২০২৫, ২০:৩৭

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ রাজধানীতে এই বছরের একনেকের দশম সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন করেছে। 

এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা।

আজ বুধবার রাজধানীর শেরবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে শান্তি নিকেতন বা বিশ্বভারতীর মতো একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন কারণ আজকের সভায় বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি প্রকল্প প্রস্তাব ছিল। তবে এটি ফেরত পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করতে বলা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়। নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত, যা কবির স্মৃতির জন্য বিখ্যাত।

আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ (৩য় সংশোধিত) প্রকল্প’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘শিশু ও নারীদের ক্ষতিকর আচরণ থেকে সুরক্ষা প্রকল্প’, নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, ‘বাংলাদেশ সাসেটইনেবল রিকভারি, ইমারজেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) (ডিডিএম) অংশ প্রকল্প’, কৃষি মন্ত্রণালয়ের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘উইকেয়ার ফেজ-১: ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প।

এছাড়া আজকের একনেক সভায় ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ’ প্রকল্প, ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ (১ম সংশোধিত) প্রকল্পসহ ৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়।

পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।