বাসস
  ২৪ অক্টোবর ২০২১, ১২:১৭
আপডেট  : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪১

ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

সিউল, ২৪ অক্টোবর, ২০২১(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের রবিবার উত্তর কোরিয়াকে “পাল্টা” ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহবান জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে ওয়াশিংটনের সংলাপের আহবানে পিয়ংইয়ং ইতিবাচক সাড়া দেবে। 
গত মঙ্গলবার উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালেস্টিক মিশাইল (এসএলবিএম)  নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই আহবান জানানো হয়।
ওয়াশিংটনে জাপানের দূতের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম তার সমপক্ষীয় দক্ষিণ কোরীয় প্রতিনিধি কিউ ডিউকের সঙ্গে বৈঠক করেন। 
মঙ্গলবারের উৎক্ষেপণকে “উস্কানিমূলক” আখ্যা দিয়ে তিনি পিয়ংইয়ংকে “উদ্বেগজনক এবং প্রতিকূল” ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহবান জানান।
কিম বলেন, “আমরা আশা করি উত্তর কোরিয়া আমাদের আহবানে সাড়া দেবে।”
উত্তর কোরিয়ার ধারাবাহিক মিশাইল উৎক্ষেপণের সর্বশেষ পরীক্ষা চালানো হয় গত মঙ্গলবার, এটি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়