বাসস
  ২৩ অক্টোবর ২০২১, ১১:০৬
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩:০৪

টিকা নেয়া পর্যটকদের জন্য ভিয়েতনাম নভেম্বরে খুলে দেবে ফুকুক দ্বীপ

হ্যানয়, ২৩ অক্টোবর, ২০২১ (বাসস ডেস্ক) : ভিয়েতনাম নভেম্বরের শেষের দিকে টিকা গ্রহণ করা বিদেশি পর্যটকদের জন্য অবকাশ কেন্দ্র ফুকুক দ্বীপ ফের খুলে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এদিকে দেশটি প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর তাদের পর্যটন শিল্প ফের চাঙ্গা করার অপেক্ষায় রয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
সাদা-বালু সমৃদ্ধ সৈকত ও টলটলে পানির পাশাপাশি  পাহাড় ও ঘন জঙ্গল সমৃদ্ধ দ্বীপ হচ্ছে ফুকুক। আর এটি ভিয়েতনামের একটি গর্ব। দ্বীপটি থাইল্যান্ড উপ-সাগরের কম্বোডিয়া উপকূলে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
২০১৯ সালে প্রায় ৬ লাখ ৭০ হাজার দর্শক এ দ্বীপ পরিদর্শন করেন এবং ওই সময় আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ১৮ বিলিয়ন ডলারের বেশি আয় হয়। এদিকে কর্তৃপক্ষ এটিকে থাইল্যান্ডের ফুকেট বা ইন্দোনেশিয়ার বালির মতো আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করার আশা করছে।
শুক্রবার রাতে সরকার জানায়, আগামী ২০ নভেম্বর থেকে ভ্যাকসিন পাসপোর্ট থাকা আন্তর্জাতিক পর্যটকদের এ দ্বীপে স্বাগত জানানো হবে।