বাসস
  ০৭ আগস্ট ২০২৪, ১৪:০২
আপডেট  : ০৭ আগস্ট ২০২৪, ১৭:৪২

ডিএমপি’র নতুন কমিশনার মাইনুল হাসান

ঢাকা,৭আগস্ট,২০২৪ (বাসস):ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো.মাইনুল হাসান।
আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে (চলতি দায়িত্ব) ঢাকা মহানগর পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়।
মাইনুল হাসান ডিএমপি’র বর্তমান কমিশনার হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন হাবিবুর রহমান।