বাসস
  ০৫ মে ২০২৪, ১৪:৩৯

উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের হুঁশিয়ারি

ওয়াশিংটন, ৫ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান গাজার উত্তরাঞ্চলে পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন। একইসঙ্গে তিনি আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম(ডব্লিওএফপি) কিংবা বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ক্লিন্ডি ম্যাককেইন শুক্রবার প্রকাশিত এক সাক্ষাতকারে বলেছেন, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ পুরোদমে চলছে এবং তা দক্ষিণকে গ্রাস করতে যাচ্ছে।
তিনি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে গাজায় নির্বিঘেœ ত্রাণ সরবরাহ আরো বাড়ানোরও আহ্বান জানান।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, অবরুদ্ধ গ্জাা উপত্যকায় খাদ্যের সরবরাহ কিছুটা বাড়লেও দুর্ভিক্ষের ঝুঁকি অব্যাহত রয়েছে।
তবে ইসরায়েল জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে ত্রাণ সরবরাহ দ্রুত না করার অভিযোগ তুলেছে।
ত্রাণ সংস্থাগুলো বিলম্বের জন্যে ইসরায়েলী নিষেধাজ্ঞা ও পরিদর্শনকে দায়ী করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়