বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮
আপডেট  : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

২৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশ পৌঁছেছে

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : কোভেক্স সুবিধার আওতায় কোভিড-১৯ এর ২৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে আজ ভোর সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দর থেকে ২৫ লাখ ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ড. মো. সামসুল হক আজ বাসসকে জানিয়েছেন।
স্বাস্থ্য সেবা অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ৩১ মে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ১ সেপ্টেম্বরে ১০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসে।
সূত্রমতে, মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে বলা হয়, এখন পর্যন্ত ৫ কোটি ১৯ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ ভ্যাকসিন বাংলাদেশ সংগ্রহ করেছে।
বাংলাদেশ এই মহামারি নিয়ন্ত্রণে আট ধরণের কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।
অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলো হলো মডার্না, জনসন এন্ড জনসন, করোনাভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অস্ট্রেজেনেকা ও সিনোফার্ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়