বাসস
  ০২ মার্চ ২০২৪, ১৮:৫৫

যশোরে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

যশোর, ২ মার্চ ২০২৪ (বাসস) : জেলায় আজ ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার সকালে জেলা সদরে টেকনোলজি পার্কের সভাকক্ষে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের সভাপতি আহসান কবীরের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টেকসিটি বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রমুখ। 
সভায় প্রেজেন্টশন উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষেও পরিচালক (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া।
‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক তথ্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল। 
ইমানুর রহমান ইমনের সঞ্চালনায় বিনিয়োগকারীদের মধ্যে বক্তব্য রাখেন মহিদুল ইসলাম, অজয় দত্ত, আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ^াস, আনিকা হাসান, পারভেজ মাহমুদ হিরা প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশন’- এর অফিসিয়াল ওয়েবসাইট, দি বাংলাদেশ ইকো সিস্টেমের রি-ব্রান্ডিং, বর্ণ আইটির ‘জনসচেতনতায় ডিজিটাল কনটেন্ট’ শীর্ষক একটি ইউটিউব চ্যানেল উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ এমপি। 
তিনি টেকনোসফট গ্লোবাল লিমিটেডের ‘ই-সমবায় সফটওয়্যার’ উদ্বোধন এবং এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের অফিস পরিদর্শন করেন।