বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায়ে বিরত থাকতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে  আপাতত বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে আনা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকার সমন্বয়ে গঠিত একটি হাইর্কোট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক। গত ১৬ সেপ্টেম্বর এ রিটটি দায়ের করা হয়। রিটে আইনসচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ পাঁচ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।  অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। বিষয়টি নিয়ে শুনানি শেষে আদালত রুল জারি করে এবং আরোপিত ১৫ শতাংশ কর আদায় করা থেকে  বিরত থাকার নির্দেশ দেয়।
গত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালরে ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়