শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রায় তিন হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চিরতরে বদলে দেওয়া প্রাণঘাতী বিমান হামলার ২৪ বছর পর নিউইয়র্ক বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০০১-সালের ভয়াবহ হামলাটিকে স্মরণ করতে যাচ্ছে।
নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।
ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে স্মরণসভায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যোগদানের কথা রয়েছে।
এখানেই ভয়াবহ ওই হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে একটি জেটলাইনার আমেরিকান সামরিক শক্তির স্নায়ু কেন্দ্র, ওয়াশিংটনের পেন্টাগনে বিধ্বস্ত হয়।
আরেকটি জেট, ফ্লাইট ৯৩, পেনসিলভানিয়ার গ্রামাঞ্চলে বিধ্বস্ত হয়।
এই বছরের স্মরণসভাটি নগর ও জাতীয়ভাবে তীব্র রাজনৈতিক বিভাজনের পটভূমিতে অনুষ্ঠিত হচ্ছে।
নিউ ইয়র্কে সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে লড়াই করছেন।
নিউ ইয়র্কবাসী ৪ নভেম্বর ভোট দেবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত মুসলিম মামদানিকে আক্রমণ করেছেন। তিনি তাকে ‘কমিউনিস্ট পাগল’ বলেও অভিহিত করেছেন।
অন্যদিকে একজন রিপাবলিকান আইনপ্রণেতা এই প্রতিযোগিতার অগ্রণী প্রার্থীকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনার সর্বশেষ জরিপ অনুসারে, মামদানি এই প্রতিযোগিতায় ২২ পয়েন্ট এগিয়ে আছেন।
৯/১১-এর পর ইসলামোফোবিক আক্রমণের উত্থানের বর্ণনা দিয়ে মামদানি দ্য টাইমসকে বলেন, ‘এই ভয়াবহ দিনটি অনেক নিউ ইয়র্কবাসীর জন্য সেই মুহূর্ত ছিল, যখন তাদের ‘অন্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।’
বিগত বছরগুলোর মতো ট্রাম্প নিউ ইয়র্কের স্মরণসভায় যোগ দেবেন কি-না, তা স্পষ্ট নয়।
নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে শহরজুড়ে নীরবতা পালন করবে, যে সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে ফ্লাইট ১১ হাইজ্যাক করা হয়েছিল।
নগরজুড়ে উপাসনালয়গুলো তাদের ঘণ্টা বাজিয়ে আঘাতের চিহ্ন হিসেবে ঘোষণা করবে। নিহতদের পরিবার গ্রাউন্ড জিরোতে নিহতদের নাম পাঠ করবে।
সরকারিভাবে নিহতের সংখ্যা ছিল ২ হাজার ৯৭৭ জন, যার মধ্যে চারটি হাইজ্যাক করা বিমানের যাত্রী এবং ক্রু, টুইন টাওয়ারে থাকা নিহত, অগ্নিনির্বাপক এবং পেন্টাগনের কর্মী অন্তর্ভুক্ত।
নিহতের সংখ্যায় ১৯ জন আল-কায়েদা হাইজ্যাকার অন্তর্ভুক্ত নয়।