বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা 

ফাইল ছবি

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফরম পূরণ। এ ফরম পূরণে কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। আদায় করা এ অতিরিক্ত ফি ফেরত দিতে নির্দেশনা দিয়েছে বোর্ড। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বোর্ডের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর শিক্ষা বোর্ড জানায়, ২০২৬ সালের ৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা-২০২৫ এর পর্ব ভিত্তিক নিয়মিত ও অনিয়মিত সব শিক্ষার্থীর ফরম পূরণের ফি নির্ধারণ করা আছে। কোনো ভাবেই বোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি নেওয়া যাবে না। অতিরিক্ত ফি আদায় করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরও এ ফরম পূরণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে পুনরায় সতর্ক করে জানানো হয়েছে, ফরম পূরণের নামে বিজ্ঞপ্তিতে বর্ণিত ফি ব্যতিত অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে যদি কোনো প্রতিষ্ঠান এ খাতে অতিরিক্ত ফি আদায় করে থাকে, তা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।