শিরোনাম
ঝালকাঠি, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে অর্থ বছরে ঝালকাঠি জেলার অনুদানপ্রাপ্ত ১৫টি যুব সংগঠনের মধ্যে আজ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
১৫টি সংগঠনের মধ্যে সাত লাখ পচাত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়।