শিরোনাম
নওগাঁ, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : নওগাঁর রাণীনগরে বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যায় দিনমজুর আবুল কালামের (৪৮) মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসতবাড়ি। উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে নাগর নদীর বাঁধে এই ঘটনা ঘটে।
পরবর্তীতে আবুল সরকারি সহায়তার জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সহায়তা হিসেবে আবুলকে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামের মৃত তায়েছ মণ্ডলের ছেলে আবুল কালাম জানান, গত ১৫ অক্টোবর সকালে পরিবারের সবাইকে নিয়ে মাঠে কাজে যায় আবুল কালাম। পরে স্থানীয়রা আবুলের বাড়িতে আগুন জ্বলতে দেখে খবর দেয়। এর মধ্যে আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় আবুলের বসত বাড়িটি। আগুনে ঘরের সকল উপকরণসহ আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে গেছে। জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন।
এরপর সরকারি সহায়তার জন্য আবেদন করার পর মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও গিয়ে দুই বান্ডিল টিন, ঘর মেরামতের খরচ হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছেন। এমন সহায়তা প্রদান করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দিনমজুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে আগুনে সব হারানো দিনমজুর আবুলকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগকালীন সময় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থদের সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান এই কার্যক্রম সারা বছরই অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্থরা সঠিক তথ্য দিয়ে আবেদন করলে যাচাই সাপেক্ষে এই সরকারি অনুদান প্রদান করা হবে।