বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৩:২৫

হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা 

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ছবি:বাসস

হবিগঞ্জ, ২২ অক্টোবর, ২০২৫ ( বাসস) : জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

এতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলু, হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশল জাকির হোসেন, হবিগঞ্জ বিআরটিএর মটরর‌্যান পরিদর্শক হাফিজুল ইসলাম খান, হবিগঞ্জ ম্যাক্সি (থ্রি হুইলার) মালিক সমিতির সভাপতি জিকে গাফফার, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি আবু নাছের শাহীন প্রমুখ।