বাসস
  ০৩ জুন ২০২৫, ১৪:৪২

রাঙ্গামাটিতে ইক্ষুসহ সাথী ফসল উৎপাদনের গুরুত্ব  শীর্ষক  সেমিনার

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩ জুন , ২০২৫(বাসস) : জেলায় আজ পার্বত্য চট্টগ্রামে  আর্থ সামাজিক  উন্নয়নে ইক্ষু সাথী ফসল, গুড় উৎপাদনের গুরুত্ব  ও সম্ভাবনা  শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে
মঙ্গলবার বেলা ১১টায় উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  সেমিনারে  প্রধান অতিথি  ছিলেন  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন  বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান  জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে  উপস্থিত ছিলেন  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা ইসলাম,  শুকুরছড়ি  কৃষি  ইনস্টিটিউটের  অধ্যক্ষ একরামুল উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা প্রমুখ।

সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার ইক্ষু চাষী ও কৃষি কর্মকর্তাসহ অন্যরা  উপস্থিত  ছিলেন।