বাসস
  ২০ মে ২০২৫, ১৮:৩১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 

চট্টগ্রাম (উত্তর), ২০ মে ২০২৫ (বাসস): জেলার রাঙ্গুনিয়া উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নঈম উদ্দিন নয়ন (২০) নামের এক তরুণ মারা গেছেন। 

নঈম উদ্দিন নয়ন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মরিয়ম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি এলাকার নুরুল আমিনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নঈম উদ্দিন নয়ন জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সহকর্মীদের সাথে নিয়ে স্থানীয় নুরুল আমিনের নতুন পাকা ঘরে বৈদ্যুতিক কাজ করছিলেন নয়ন। এক পর্যায়ে একটি কক্ষের কাজ শেষ করে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করতে গিয়ে নয়ন বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা নয়নকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল হোসেন জানান, হাসপাতালে আনার আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নঈম উদ্দিন নয়নের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।