বাসস
  ১৫ মে ২০২৫, ২১:০২

রাজশাহীতে টিকাদান কার্যক্রমে আসছে ডিজিটাল মাইক্রোপ্ল্যানিং

ছবি : বাসস

রাজশাহী, ১৫ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) প্রযুক্তির মাধ্যমে ইপিআই কার্যক্রম পরিচালনায় মাইক্রোপ্ল্যানিং চালু করা হবে।

বৃহস্পতিবার নগর ভবন সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। ‘জিআইএস-ভিত্তিক ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন। এতে কারিগরি সহায়তা দেয় ইউনিসেফ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

কর্মশালায় বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, ইউনিসেফ-এর জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ডা. রেজাউল রহমান মিল্টন, ইউনিসেফ পরামর্শক মারুফ কবির মৃধা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বলেন, জিআইএস প্রযুক্তির মাধ্যমে ওয়ার্ড ও ব্লকভিত্তিক ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে। এতে কোন এলাকায় কতটুকু টিকাদান হয়েছে, কোথায় বঞ্চিত শিশু আছে সেসব তথ্য সহজেই পাওয়া যাবে।

তিনি আরো জানান, টিকা কেন্দ্রের অবস্থান চিহ্নিত করা যাবে এবং ইপিআই স্টোর থেকে দূরত্বও নির্ধারণ করা সম্ভব হবে। অনলাইনেই দেখা যাবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও তদারককারীদের কার্যক্রম।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আজিম আহমেদ বলেন, জিআইএস প্রযুক্তির ব্যবহার ইপিআই-এর মাঠপর্যায়ের কার্যক্রমে তদারকি ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, ইপিআইসহ মা ও শিশু স্বাস্থ্য খাতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।