বাসস
  ১৫ মে ২০২৫, ২০:৫৪

সাতক্ষীরায় বাগান থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ মে ২০২৫ (বাসস) : জেলার আম বাগান থেকে সুমিষ্ট হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। আজ সকাল থেকে আম চাষিরা বাগান থেকে আম সংগ্রহ করে সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন পাইকারি বাজারে বিক্রি শুরু করেছেন। 

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হিমসাগর আম সংগ্রহ শুরুর দিন ছিল আগামী ২০ মে। তবে তীব্র তাপদাহ ও আগাম হিমসাগর আম পাকার কারণে এবং জেলার কৃষক ও ব্যবসায়ীদের দাবির মুখে আমের ক্যালেন্ডার পরিবর্তন করে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ মে থেকেই সুস্বাদু আম সংগ্রহ করা শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে এক জরুরি সভায় বাগান থেকে আগাম আম সংগ্রহ ও বাজারজাতকরণের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, তীব্র গরমে হিমসাগর আম স্বাভাবিক সময়ের আগেই পাকতে শুরু করে। সময়মতো আম সংগ্রহের অনুমতি না থাকায় অনেক গাছে আম ঝরে পড়তে থাকে। ফলে ক্ষতির আশঙ্কায় চাষিরা প্রশাসনের পূর্বনির্ধারিত সময়সূচি উপেক্ষা করে আম পাড়তে শুরু করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন গতকাল জরুরি সভা আহ্বান করে আজ থেকে আম সংগ্রহের অনুমতি দেয়। 

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন বাগানে আজ থেকে আম পাড়ার ধুম পড়েছে। সকাল থেকে ঝুড়ি ঝুড়ি আম উঠছে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে। এরই মধ্যে জেলার বাইরের ক্রেতারাও আসতে শুরু করেছেন সাতক্ষীরার সুস্বাদু আম কিনতে। এদিকে, ঘূর্ণিঝড়ের আতঙ্কে বাগান মালিকরাও গাছে আর আম রাখতে চাচ্ছেন না।

সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রথমদিনেই হিমসাগর আমে সয়লাব বাজার। শহরের সুলতানপুর বাজারে প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। তবে চাষিদের দাবি, কয়েকদিন আগে পাড়া গেলে একই আম ৩২০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি করা যেত।

চাষিরা অভিযোগ করেন, প্রশাসনের নির্ধারিত সময়সূচি বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলেনি। ফলে সময়মতো বাজারজাত করতে না পারায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ী ও চাষিদের এই যৌথ চাপের পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসন সময়সূচি সংশোধন করে ১৫ মে থেকে হিমসাগর আম সংগ্রহের অনুমতি দেয়।

এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ল্যাংড়া আম পাড়া শুরু হবে আগামী ২৭ মে এবং আম্রপালি জাতের আম পাড়া শুরু হবে ৫ জুন থেকে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, সাতক্ষীরার ৫ হাজার ২৯৯টি আমবাগানে এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন।