শিরোনাম
সিলেট, ৫ মে ২০২৫ (বাসস) : সিলেটের হাওরাঞ্চলে শতভাগ এবং নন-হাওরে ৫৩ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, বন্যার শঙ্কা মাথায় নিয়ে সিলেটের এবার ধান কাটার উৎসব শুরু হয়েছিল।
সেই শঙ্কা কাটিয়ে হাওরের কৃষকরা নিরাপদে ধান ঘরে তুলতে পারছেন। গত বছরের চেয়ে এবার হাওরের ফলনও হয়েছে তুলনামূলক বেশি।
হাওরে গড়ে ৪ দশমিক ১৬ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। নন-হাওরে ৪ দশমিক ০৩ মেট্রিক টন উৎপাদন আশা করা হচ্ছে। এরই মধ্যে নন-হাওরের ৫৩ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসও ভালো। এই সময়ের মধ্যে নিরাপদে সব ধান কেটে ঘরে তোলা সম্ভব হবে বলে আশা তার।
আবাদের জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট অঞ্চলের মধ্যে হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় আবাদ হয়েছে সবচেয়ে বেশি। এই জেলায় দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর আবাদ লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্য পূরণ করে চাষীরা আবাদ করেছেন দুই লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমি।
দ্বিতীয় সর্বোচ্চ আবাদ হয়েছে হবিগঞ্জ জেলায়। এই জেলায় আবাদ লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমি। আবাদ হয়েছে এক লাখ ২৩ হাজার ৮৪৭ হেক্টর। এছাড়া সিলেট জেরায় আবাদ লক্ষ্যমাত্রা ৮৭ হাজার ৫০০ হেক্টরের মধ্যে আবাদ হয়েছে ৮৭ হাজার ৭৩০ হেক্টর। মৌলভীবাজার জেলায় ৬২ হাজার একশ হেক্টরের মধ্যে আবাদ হয়েছে ৬২ হাজার ২৩৫ হেক্টর।
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল আজাদ জানান, এপ্রিলের শেষ সপ্তাহে বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে ধান কাটার গতি কিছুটা কমেছিল। চলতি সপ্তাহে সুনামগঞ্জে পুরোদমে ধান কাটা চলছে।
তিনি বলেন, জেলায় প্রায় সাতশ হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা চলছে। একইসঙ্গে প্রায় দেড় লাখের বেশি কৃষক-শ্রমিক ধান কাটায় ব্যস্ত। এরই মধ্যে হাওরের শতভাগ ধান কাটা শেষ করেছেন কৃষকরা। নন হাওরেও সুনামগঞ্জে ধান কাটার হার প্রায় ৬০ শতাংশ। আগামী এক সপ্তাহের মধ্যে সুনামগঞ্জের সব ধান কাটা শেষ হবে বলে আশা তার।