শিরোনাম
পঞ্চগড়, ৪ মে, ২০২৫ (বাসস) : পঞ্চগড়ে প্রথমবারের মতো চালু হয়েছে ‘জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার’। পাশাপাশি এখানে জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য ‘জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধনও করা হয়েছে।
এই সেন্টারের মাধ্যমে জাপানে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হয়েছে বলছেন সংশ্লিষ্টরা।
আজ (রোববার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিদ্র্য কল্যাণ সংস্থার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
জেলা দারিদ্র্য কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান, লতিফুর রহমানসহ আরও অনেকে।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বিশ্বের যে কোন দেশে পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য যেতে হলে, সে দেশের ভাষা শেখার কোনো বিকল্প নেই। ঠিক এ কারণেই জাপানে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জাপানি ভাষা প্রশিক্ষণ নেওয়া জরুরি।
তারা আরো বলেন, এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, উপরন্তু বৈদেশিক আয় বাড়াতেও অবদান রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরাঞ্চলে বিদেশ গমনেচ্ছুদের সংখ্যা খুবই কম। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের তরুণ-তরুণীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ পাবে।
বিদেশি ভাষা শিখে বিদেশে যেতে পারলে, পড়াশোনাতে কোনো সমস্যা হয় না। আবার দক্ষ কর্মী হয়ে কর্মসংস্থানের জন্য গেলেও দ্রুতই কর্মের দেখা মেলে। বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দেশ ও পরিবারের উন্নয়নের অংশীদার হবার মন্ত্রে দীক্ষিত হতে বক্তারা তাই দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।