বাসস
  ২৬ জুলাই ২০২৩, ২০:৩০

ফেনীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ফেনী, ২৬ জুলাই ২০২৩ (বাসস) : বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ফেনীর নবনিযুক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার। 
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশের সঞ্চালনায় সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিখন বণিকসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক  বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণমুখী অসমাপ্ত কাজ সম্পন্নকরণ, তাঁদের জায়গা- জমি সংক্রান্ত জটিলতা সামাধান, হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করা, বীর মুক্তিযোদ্ধাদের কবর পাকাকরণ নিশ্চিত করাসহ পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সবধরনের উদ্যোগ  নেওয়া হবে।
তিনি বলেন, ফেনী কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবিনাশী-৩১ মিলনায়তনের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে। বিভিন্ন উপজেলায় মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক জায়গাগুলো চিহ্নিত করে স্মৃতি স্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সভায় দেশের সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়