বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৫

নড়াইলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১৩৪ দুস্থ, অসহায় পরিবার

নড়াইল, ৫ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নড়াইলে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেলেন ১৩৪ গরীব, দুস্থ,অসহায় পরিবার।প্রতি পরিবারকে ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। রোববার বেলা ১১টায় নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্বরে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ  ফকরুল হাসান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাসরিন সুলতানা,বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সদস্য সচিব ও চন্ডীবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমান ভূঁইয়া। 
চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামের ভানু বিবি, পাইকমারী গ্রামের মুন্নাফ হোসেন, নিন্দিখোলা গ্রামের মাবিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল পেয়ে আমরা খুব খুশি। এ চাল দিয়ে পরিবার পরিজন নিয়ে খেতে পারবো।