যশোর, ৫ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলায় মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনে সাফল্য অব্যাহত রয়েছে।অতীতের রেকর্ড ভেঙ্গে এবারও মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনে এসেছে অভাবনীয় সাফল্য। বর্তমানে জেলার চাহিদার চেয়ে তিন গুণের বেশি মাছ উৎপাদন হচ্ছে বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।জেলার উৎপাদিত মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, বাগদা, গলদাচিংড়ি, পাঙ্গাস, শিং, মাগুর ও কৈ মাছ ইত্যাদি। এ মাছ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য পাঠানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান জানান,চলতি বছরে যশোর জেলায় মাছের মোট চাহিদা ছিল ৬৫ হাজার ৫৮৯ মেট্রিক টন।চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮৫৮ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় ৩ দশমিক ৪৩ গুণ বেশি। মাছের রেণু পোনার চাহিদা ছিল ১৮ দশমিক ৯০ মেট্রিক টন। রেণু পোনা উৎপাদন হয়েছে ৬৯ দশমিক ২৮ মেট্রিক টন।এ জেলায় চাহিদার বিপরীতে ৫০ দশমিক ৩৮ মেট্রিক টন বেশি রেণু পোনা উৎপাদিত হয়েছে।যা দেশের বিভিন্ন জেলার চাহিদার অধিকাংশই মিটিয়ে থাকে বলে তিনি জানান।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০১৬-১৭ অর্থবছরে এ জেলায় মাছ উৎপাদিত হয়েছিল ২ লাখ ২০ হাজার ৬৪৩ মেট্রিক টন,২০১৭-১৮ অর্থবছরে ২ লাখ ২১ হাজার ৩৫৮ মেট্রিক টন,২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ১৬৮ মেট্রিক টন,২০১৯-২০ অর্থবছরে ২ লাখ ২৩ হাজার ৭৯২ মেট্রিক টন এবং ২০২০-২০২১ অর্থবছরে ২ লাখ ২৪ হাজার ৮৫৮ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মাছ উৎপাদনে জেলার ক্রমবর্ধমান এ সাফল্য জাতীয় অর্থনীতিসহ পুষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন।
যশোর জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লিপি পাল বলেন, মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে যশোরে স্থাপন করা হয়েছে মাছের পোণার আধুনিক বিক্রয় কেন্দ্র। এছাড়া জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে দেশীয় প্রজাতির ছোট মাছের পোণা উৎপাদন ও চাষ বৃদ্ধি, রুই মাছের জাত উন্নয়ন, বাঁওড়ের রুই জাতীয় মাছের ব্রান্ডিকরণ ও গুণগতমানের রেণু উৎপাদন নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর জন্য মৎস্য হ্যাচারিতে পানির রিসাইক্লিন পদ্ধতি সম্প্রসারণ,নিরাপদ মৎস্য খাদ্য ও নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করা হয়ে থাকে।এছাড়া রোগ শনাক্তকরণ এবং বিষাক্ততা পরীক্ষণ ল্যাব স্থাপনের প্রস্তাবনা বিবেচনাধীন রয়েছে ।মৎস্য বিভাগের সহযোগিতায় এবং মৎস্য চাষি ও ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রমে জেলার চাহিদা মিটিয়ে বর্তমানে দেশের রেণু পোনার শতকরা ষাট থেকে সত্তর ভাগই যশোর থেকে সরবরাহ হয়ে থাকে বলে তিনি জানান।