ফেনী, ৪ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : জেলায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘আমারে দেব না ভুলিতে’ শিরোনামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী।
আজ শনিবার সন্ধ্যায় জেলা শহরের মুক্তবাজার সংলগ্ন আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক ও আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র, ফেনীর সমন্বয়কারী সমর দেবনাথের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলাম স্মরণে ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় কবি স্মরণে নজরুল সংগীত এবং নজরুলের কালজয়ী কবিতা ও গজল পরিবেশন করেন সাংস্কৃতিক কেন্দ্রের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।
এরআগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।