বাসস
  ০৮ জুলাই ২০২৩, ১৮:৩৭

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২০ জন হাসপাতালে ভর্তি 

ঢাকা, ৮ জুলাই, ২০২৩ (বাসস) : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন। 
এদের মধ্যে ঢাকায় ৬০৩ জন এবং ঢাকার বাইরে ২১৭ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৫০২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ১ হাজার ৭৭৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭২৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন। এদের মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৪৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৫৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়