বাসস
  ০৭ জুলাই ২০২৩, ২১:২০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৮২

ঢাকা, ৭ জুলাই, ২০২৩ (বাসস) : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এরমধ্যে ঢাকায় ৭২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১০ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫২৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৬৩৭ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১১ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৯৭১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৩২৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬৫ জন মারা গেছেন। 
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ বাড়ি গেছেন ৯ হাজার ৬৮ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৯২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়