বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

যমুনা, ধলেশ্বরী ও ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

টাঙ্গাইল, ৩ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলায় যমুনা, ধলেশ্বরী ও ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম আজ শুক্রবার বাসসকে জানান, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন শাখা নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নতুন-নতুন এলাকা প্ল¬াবিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকার ঘর-বাড়ি, ফসলী জমি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা। 
পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর, নাগরপুর ও বাসাইল এই ৫টি উপজেলায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই ৫ উপজেলারগুলোর ১৯টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। 
এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হলে আমন ধানের ব্যাপক ক্ষতি হবার আশঙ্কা করছেন কৃষি বিভাগ। এরই মধ্যে ৭৫০ হেক্টর রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে আছে। নদী তীরবর্তী এলাকায় ঘর-বাড়ি প্লাবিত হওয়ায় অনেকেই গবাদিপশুসহ উঁচু সড়কে আশ্রয় নিয়েছেন।