কুমিল্লা (দক্ষিণ), ৩ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : জেলার চান্দিনায় ৩৩৩-এ ফোন করে সাহায্য চাওয়া ও দুস্থ, অসহায়দের ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে মোট ৫০ হাজার টাকা বিভিন্ন ভুক্তভোগীদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
জেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার বাসসকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুক্রবার সকালে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী করোনায় আক্রান্ত এবং ৩৩৩-এ ফোন করে সাহায্য চাওয়া ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয়েছে এই অর্থ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, মোসা. আমেনা আক্তার প্রমুখ।