বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯

চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে ৭ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বিএনপি কার্যালয়ের সামনে রাস্তায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সুত্রপাত হয়। এঘটনায় ৭জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন। 
সংঘর্ষ চলাকালে নগরীর উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ, মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ, হালিশহর থানার ছাত্রদল নেতা আজিমসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। আলোচনা সভায় একটি মিছিল নিয়ে যোগ দেয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এসময় সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। এসময় সাত বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
নুর আহমদ সড়কের উপর ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, মিছিলে কয়েকজন মামলার আসামি ছিল। তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ সামনে যাওয়ার পর তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।