বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৫

৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের জন্য ৫ সদস্যের  সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন। 
সভাপতিমন্ডলীর সদস্যরা হচ্ছেন, শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, আবদুল মোমিন মন্ডল, আনিসুল ইসলাম মাহমুদ এবং শেখ এ্যানি রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ি বৈঠকে সভাপতিত্ব করবেন।